তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের চায়ের রাজ্যে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ও পৌরসভার যৌথ উদ্যোগে ঋতুরাজ বসন্ত বরণ উৎসব এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ১৩ই ফেব্রুয়ারি দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে এ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের প্রকৌশলী ইউসুফ হোসেন খান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান, যুব উন্নয়ন অফিসার অসীম কুমার কর ও শ্রীমঙ্গলের কর্মরত সাংবাদিকবৃন্দ। মেলায় বিভিন্ন জাতের পিঠার স্টল বসেছে। উদ্বোধন শেষে মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন অথিতিবৃন্দরা। এছাড়া বিকাল থেকে নর নারীদের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয়। সন্ধ্যা নামতেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আয়োজন করা অনুষ্ঠান সকলের মধ্যে এক উচ্ছসিত পরিবেশের সৃষ্টি হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান চলে রাত ৯ পর্যন্ত।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment