( নোয়াখালী- প্রতিনিধি)
নোয়াখালী সদর নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ৯ টায় নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার ১নং নরোত্তমপুর ইউনিয়নের সদর নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের প্রাঙ্গনে দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । সদর নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি আবদুল বাতেন মিলনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা চৌধুরী লিটন,কবির হাট উপজেলা বিএনপির সদস্য সচিব সৌরভ হোসেন কামাল,কবির হাট পৌরসভা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, সৌদিআরব জেদ্দা বিএনপির সভাপতি সিআইপি কেফায়েত উল্যা চৌধুরী,কবির হাট পৌরসভা বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, সদর নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, কবির হাট পৌরসভা যুবদলের আহ্বায়ক হানিফ সহ প্রমূখ। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, এই বছর প্রতিটি বিদ্যালয়ে যেই ভাবে আনন্দ নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে, এতে আমরা অনেক খুশি বর্তমান স্কুল কলেজের শিক্ষার্থীরা যেই হারে মাদক ও জুয়ায় আসক্ত হচ্ছে সেই থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো খেলাধুলা, এসময় বক্তব্য রাখেন, সৌদিআরব জেদ্দা বিএনপির সভাপতি সিআইপি কেফায়েত উল্যা চৌধুরী, তিনি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা ভালো করে লেখাপড়া করো এবং আগামীতে এসএসএসি পরিক্ষায় যদি সদর নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা শতভাগ পাশ করে আসতে পারে তাদের জন্য রইল আমার পক্ষ থেকে পুরস্কার ,