রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)
সাবেক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত শিক্ষার্থী কাশেমের (২০) মৃত্যুর প্রতিবাদে গাজীপুর শিববাড়ি মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ১২ ফেব্রুয়ারী (বুধবার) রাত ৮ টায়। নিহত কাশেম (২০) গাজীপুর মহানগরীর দক্ষিণ কলমেশ্বর এলাকার মৃত জামান হাজীর ছেলে। ১২ ফেব্রুয়ারি (বুধবার) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) রাতে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা হয়। হামলায় কমপক্ষে ১৫ জন বৈষম্য বিরোধী ছাত্র আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে গুরুতর আহত কাশেম (২০) সহ ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।