বকশীগঞ্জ প্রতিনিধঃ রাহিন হোসেন রায়হান।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পৌর শহরের চরকাউড়িয়া পশ্চিম পাড়া এলাকায় অবৈধভাবে বালি নিয়ে বেপরোয়া ভাবে চালানো মাহিন্দ্র ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই বছরের শিশু সন্তান আবু বক্করের। ১১ই ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল আনুমানিক ৯টায় এই ঘটনাটি ঘটেছে। জানা যায়, শিশুটি বাড়ির পাশে রাস্তায় খেলা করছিল সেই সময় বেপরোয়া ভাবে গাড়ির চালক মোবাইল ফোনে কথা বলা অবস্থায় গাড়ি চালিয়ে তাকে চাপা দেয়। অবস্থা বেগতিক দেখে চালক ওখান থেকে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় প্রথমে তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এতে করে এলাকার লোকজন ও শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে আসে। এ ব্যাপারে বকশীগঞ্জ থানার পুলিশ পরির্দশক এসআই মনজুরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটাকে জব্দ করেন এবং গাড়ির চালক পালিয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।