অনেকদিন ধরেই রদ্রিগোকে দলে টানার চেষ্টা চালাচ্ছে সৌদি আরবের ক্লাবগুলো। কিন্তু এখন নতুন কোনও ক্লাবে যোগ দিতে আগ্রাহ বোধ করছেন না ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। আরও অনেক বছর রিয়াল মাদ্রিদের প্রতিনিধিত্ব করতে চান তিনি।
চলতি মৌসুমে ভালো কাটছে ২৪ বছর বয়সী রদ্রিগোর। সব প্রতিযোগিতা মিলিয়ে এবার এখন পর্যন্ত ৩১ ম্যাচে ১২ গোল করার পাশাপাশ অ্যাসিস্ট করেছেন আটটি। ২০১৯ সালে রিয়ালে যোগ দিয়ে এখন পর্যন্ত খেলেছেন ২৪৮ ম্যাচ। ৬৭ গোল রয়েছে তার নামের পাশে। ৪৮ গোলে রেখেছেন অবদান।
২০২৮ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি আছে রদ্রিগোর। তার প্রতি সৌদি প্রো লিগের ক্লাবগুলোর আগ্রহের কথা অনেক ধরেই শোনা যাচ্ছে। সাংবাদিকদের সঙ্গে এনিয়ে কথা বলেন তিনি। তাকে দলে নিতে চাওয়া ক্লাবগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রিয়াল মাদ্রিদেই ভালো থাকার কথা।
তিনি জানান, সৌদি থেকে পাওয়া প্রস্তাবের শর্তাবলী দেখা আমার বাবার কাজ। তিনি আমার এজেন্ট এবং ক্লাবের কাজ। আমি এই বিষয়ে বিস্তারিত তেমন কিছু জানি না। আমি কৃতজ্ঞ যে আমার প্রতি অন্যান্য ক্লাবের আগ্রহ রয়েছে। আমি এখানে (রিয়াল মাদ্রিদ) খুব খুশি। আমি এখানে অনেকদিন ধরে আছি। আমি সব সময় বলি, এই জার্সি পরে চ্যাম্পিয়ন্স লিগে খেলা আমার জন্য বিশেষ কিছু।”