মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে মাটির দেওয়াল চাপা পড়ে বাবুল হোসেন (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
১০ ফেব্রুয়ারী সোমবার দিবাগত রাতে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পাড়ইল গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহত বাবুল হোসেন ঐ গ্রামের মৃত মালির ছেলে বলে জানা গেছে।
নিহতের পরিবার সুত্রে জানা যায়,সোমবার দিবাগত রাতে বাবুল নতুন ইটের বাড়ি করার জন্য তার ব্যবহৃত পুরাতন মাটির ঘরের দেওয়াল ভাঙ্গার কাজ করছিল। এ সময় সে অসাবধানবত দেওয়ালের মাটির নিচে চাপা পড়ে। তৎক্ষণাৎ সেখান থেকে উদ্ধার করে পরিবারের লোকজন উপজেলা (মহিপুর) স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীনরত অবস্থায় রাতে এসে মৃত্যুবরণ করে।
তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।