মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধিঃ-
বরগুনার পাথরঘাটায় একটি ঘুমকে কেন্দ্র করে ধুম্র জল সৃষ্টি হয়েছিল সেখানে সাংবাদিকরা নিউজ প্রকাশ করালে নিজের প্রতিবাদস্বরূপ গণধিকার পরিষদের কর্মী মো: মেহেদি হাসান রেজাবুল সাংবাদিক এবং ছাত্রদল নেতা সবুজকে নিয়ে মিথ্যা তথ্য দিয়ে সম্মেলন করেন।
তারে মিথ্যা তথ্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন কাকচিড়া ইউনিয়ন বিএনপির পরিবার। এ সময় উপস্থিত ছিলেন সেলিম পহলান সদস্য সচিব কাকচিড়া ইউনিয়ন বিএনপি,খাইরুল মোরশেদ শিকদার যুগ্ন আহবায়ক কাকচিড়া ইউনিয়ন বিএনপি,জাফর পহলান যুগ্ন আহবায়ক কাকচিড়া ইউনিয়ন বিএনপি,আবুল হোসেন আবু সদস্য কাকচিড়া ইউনিয়ন বিএনপি, হারুন অর রশিদ সদস্য কাকচিড়া ইউনিয়ন বিএনপি,মনজুর আলম মিরাজ সাবেক সাধারণ সম্পাদক কাকচিড়া সাংগঠনিক থানা ছাত্রদল, স্বাধীন পহলান,আহবায়ক ককচিড়া সাংগঠনিক থানা ছাত্রদল,আদনান আহমেদ বাপ্পি সদস্য সচিব কাকচিড়া সাংগঠনিক থানা ছাত্রদল, মাসুম বিল্লাহ, সভাপতি কাকচিড়া ইউনিয়ন ছাত্রদল।
এ সময় তারা বলেন, মো: মেহেদী হাসান রেজবুল একজন গনতিকার পরিষদের সক্রিয় কর্মী সে জাতীয়তাবাদী ছাত্রদল ও সাংবাদিকদের নিয়ে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছে আমরা সকলে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।