এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ইনজেকশন সহ একজন কারবারিকে আটক করা হয়েছে। র্যাব -১৩ দিনাজপুর ক্যাম্প সুত্র জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৮ ফেব্রুয়ারী (শনিবার) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ দিনাজপুরের একটি চৌকস দল রাত্রী ২ ঘটিকায় দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলাধীন জয়পুর ইউনিয়নের আদিবাসী ফকিরপাড়া এলাকাস্থ ধৃতের বসতবাড়িতে অভিযান চালিয়ে সুকুলা বাসকি ওরেফ সুজন (৩৩) নামক মাদক কারবারি কে আটক করা হয়।
এসময়, তার কাছ থেকে ৩৩৬০ পিস নেশাজাতীয় (মাদকদ্রব্য) বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। আটককৃত সুকুলা বাসকি ওরেফ সুজন (৩৩) দিনাজপুর জেলার সদর উপজেলাধীন চেহেলগাজী ইউনিয়নের কর্ণায় এলাকার মদন বাসকে এর পুত্র। আটককৃত কারবারির বিরুদ্ধে বিধিমোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের সিনিঃ সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল্লাহ নাঈম।