দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বকশীগঞ্জ প্রতিনিধিঃ

রাহিন হোসেন রায়হান। জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আদালতের মামলা উপেক্ষা করে জোরপূর্বক জমি দখলের চেষ্টায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী। ঘটনাটি ঘটেছে বকশীগঞ্জ উপজেলার পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের পশ্চিম গোয়ালগাঁও ব্রাক রোড এলাকায়। উক্ত এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ৮ই ফেব্রুয়ারি শনিবার সকালে এই ঘটনাটি ঘটে। বিবাদী মোঃ মাসুম মিয়া ও তার সাঙ্গোপাঙ্গদের দ্বারা জমির উপরে রোপনকৃত কলা গাছ এবং কিছু চারাগাছ অস্ত্র দ্বারা কর্তনকৃত ও উপড়ে ফেলা হয়েছে।

এ সময় ভুক্তভোগীদের মুঠোফোনে ভিডিও ধারণে নির্যাতন ও মারপিট করার আলামত রয়েছে। এলাকাবাসী এই ঘটনায় সত্যতা স্বীকার করেছেন। এ বিষয়ে ভুক্তভোগী মোঃ জাকির হোসেন ওরফে শিপন(২৯) অভিযোগে বলেন, আমার বাবা পৈত্রিক সূত্রে এই জমির মালিক এবং আমরা ভোগ দখল করে আসছি। কিন্তু জমির সাবেক আরএস খতিয়ান নং-৯৪৭, দাগ নং-৫৮৫৮ মোট জমির পরিমাণ ২.৩৯ একর ভুলক্রমে রেকর্ড বিবাদীদের নামে হয়ে যাওয়ায় আমরা জামালপুর বিজ্ঞ আদালতে ল্যা: সা: মো: নং-২৫০৭/১৫ রেকর্ড সংশোধনী মামলা করি যা এখনো চলমান রয়েছে।

কিন্তু আদালতকে উপেক্ষা করে মোঃ মাসুম মিয়া গংরা আমার বাবা জীবিত না থাকায় তার অবর্তমানে জোরপূর্বক গায়ের জোরে জমি দখলের পাঁয়তারা করে আসছে। এরই প্রেক্ষিতে শনিবার সকাল সাড়ে দশটায় লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে জোট বদ্ধ হয়ে আমাদের মারপিট ও জমির ক্ষতিসাধন করে জায়গা দখলের চেষ্টা করে। আমরা আত্মচিৎকার দিলে এলাকাবাসী এসে উদ্ধার করে সেই সময় বিবাদীরা হুমকি প্রদান করে বলে জমি দখলে না দিলে জানে শেষ করে দেব।

বর্তমানে তাদের অব্যাহত হুমকি–ধমকিতে জীবন শঙ্কায় রয়েছি। পরবর্তীতে বকশীগঞ্জ থানায় বাদী সশরীরে হাজির হয়ে একই এলাকার নামীয় বিবাদী মোঃ মাসুম মিয়া (৪২), মোঃ আবুল কালাম (৫০), মোঃ মালেক মিয়া (২৬) ও সহযোগী ১৫-২০ জন সহ একটি অভিযোগ দায়ের করেন।

ঘটনাটি নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তাই তাঁরা জীবনে নিরাপত্তা চেয়ে এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ঘটনাটির বিষয়ে বকশীগঞ্জ থানার এসআই মোঃ মাসুদের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করলে জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি যেহেতু মামলা চলমান রয়েছে তাই উভয়পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য বিষয়টি পর্যবেক্ষণে রাখবো বলে তার নিজ অভিমত ব্যক্ত করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version