রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)
গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) রাতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার অভিযোগ ওঠেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। হামলায় কমপক্ষে ১৫ জন বৈষম্য বিরোধী ছাত্র আহত হন। হামলায় আহত সবাইকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১টার দিকে গুরুতর আহত সাত জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হামলার প্রতিবাদে ৮ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সড়কটি অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে শনিবার সকাল থেকে গাজীপুর রাজবাড়ীর মাঠ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। বিক্ষোভ মিছিলে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
এক পর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়ক অবরোধ করে রাখেন। এতে ওই সড়কের সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে যানবাহনগুলো হাসপাতাল সড়ক দিয়ে চলাচল করেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় বিচার দাবিতে ছাত্র-জনতা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং গাজীপুর জেলার নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।