সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র জনতা শেখ মুজিবুর রহমানের দুইটি ম্যুরাল ভাংচুর করেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বিকালে শাল্লা উপজেলা পরিষদ এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে দু’টি ম্যুরাল ভাংচুর করা হয়। এ ব্যাপারে শাল্লা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ও বাহাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জানান, শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে দেশের অন্যান্য জায়গার মতো শাল্লায় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর করা হয়।
এবিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাল্লা শাখার যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম বলেন, আমরা সারাদেশের ন্যায় শাল্লা উপজেলায় শেখ মুজিবুর মুর্যাল ভাঙ্গা হয়েছে। ২০২৪ এর গণঅভ্যুত্থানেও জুলাই-আগষ্টে আমরা শেখ মুজিবুরের এই মুর্যাল ভেঙ্গেছি। এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।