মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
গতকাল শুক্রবার ভোর রাতে পত্নীতলা ১৪ ব্যাটালিয়নের অধীস্থ কড়িয়া বিওপির বিজিবির একটি বিশেষ টহল দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সীমান্ত ২৭৭/৩১ পিলারের ২০ গজ বাংলাদেশ অভ্যন্তরে অভিযান চালিয়ে ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে ।
ব্যাটালিয়ন অধিনায়ক
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ
ইকবাল হোসেন স্বাক্ষরিত এক
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,
ভোররাতে ঘন কুয়াশার মধ্যে
চোরাকারবারীরা ভারত থেকে
অবৈধভাবে ফেনসিডিলগুলো
দেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা
করে। বিজিবির উপস্থিতি বুঝতে
পেয়ে মাদক কারবারিরা ফেলে
রেখে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিলগুলো উদ্ধার করে
বিজিবি সদস্যরা। যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।
১৪ পত্নীতলা ব্যাটালিয় অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন।