কমলগঞ্জ(মৌলবীবাজার)প্রতিনিধিঃ
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে আদমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আদমপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মো. তেজাব মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আবজুম হীরেন ও বিএনপি নেতা আবুল খায়ের আশ্রু এর যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়ছল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুহিতুর রহমান হেলাল, কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া শফি, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ময়ূীন ফারুক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বাবু, বিএনপি নেতা ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, জেলা কৃষকদলের সদস্য সচিব মোনাহিম কবীর, যুবদল নেতা শাব্বীর আহমেদ, আদমপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর মুন্না রানা, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আব্দুল হক চৌধুরী সায়েস্তা, উপজেলা কৃষকদলের আহবায়ক মবশ্বির আলী, সদস্য সচিব আব্দুল আহাদ, বিএনপি নেতা লুৎফুর রহমান আজমল, আদমপুর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, যুবদল নেতা ওয়াসিম আকরাম প্রমুখ। এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষকদলের নেতৃবৃন্দ ও নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।