গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ডাকাতির প্রস্তুতিকালে পৃথকভাবে দুই ডাকাত সদস্য জনতার হাতে আটক। তাদেরকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ টু দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের কাটা-বাগদা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে জনতা ধাওয়া করে এক ডাকাত সদস্যকে আটক করে এবং অন্য ৩জন পালিয়ে যায়।
সে গাইবান্ধার ফুলছড়ি থানার কৃষ্ঠমনি কাবিলের চর এলাকার হারানের ছেলে আয়নাল (৪৫)। এর আগে, বিকালে কামারদহ ইউপির পশ্চিম মাস্তা গ্রামের ওয়াহেদ আলীর ছেলে রায়হান নামক অপর এক ডাকাত সদস্যকে কামারদহ ইউপির ফাঁসিতলা এলাকা থেকে আটক করেছে থানা পুলিশ।
স্থানীয়রা জানান, আজ মাঝরাতে আয়নাল তিনজনকে সাথে নিয়ে স্থানীয় (গোবিন্দগঞ্জ) কয়েকজনের ডাকে কাটা-বাগদা এলাকায় আসে। পরে স্থানীয়দের সন্দেহ হলে তারা দৌড়ে পালায়। এসময় আয়নালকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে আসে। দুই ডাকাত সদস্যকে আটক করে থানা হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান,তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামীকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।