জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যের নিকট স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। শেখ হাসিনার শাসনামলে ছাত্রলীগ ও আওয়ামী প্রশাসনের দ্বারা সংঘটিত সকল হত্যাকাণ্ড, গুম, খুন এবং বিগত ১৬-১৭ বছরে ছাত্রদলের ওপর নির্যাতনের বিচারের দাবিতে এ কর্মসূচি পালিত হয়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ “মার্চ ফর জাস্টিস” কর্মসূচির অংশ হিসেবে প্রশাসনিক ভবনের সামনে উপাচার্যের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মীরা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে লড়াই করে যাচ্ছে। এ কারণে তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।
স্মারকলিপিতে আরও বলা হয়, “জুলাই বিপ্লবে গণতন্ত্র পুনরুদ্ধারের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী দোসরদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে।” এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল।
কেন্দ্রীয় সংসদের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুবেল ও শাহাদত হোসেন। সঞ্চালনায় ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ১নং যুগ্ম-আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম-আহ্বায়ক শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান, কাজী রফিকুল ইসলাম, নাহিয়ান অনিক, জাহিদুল ইসলাম, মেহেদী হাসান রুদ্র, মোজাম্মেল ডেনি, হাসিবুর হাসিবসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা। এ সময় আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, সতেরো বছরের গুম-খুনের বিচার চাই।
আমন্ত্রিত অতিথি কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুবেল বলেন, দীর্ঘ নির্যাতনের ক্ষোভের ফল জুলাই বিপ্লব, দীর্ঘ সময়ের নির্যাতনকারীদের রুখে দিতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাজিদের হত্যাকারীসহ ১৭ বছরের সকল নির্যাতনকারীর তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে।