দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল জুলাই গণ অভ্যুত্থানে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকান্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে এবং জুলাই-আগষ্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কাঠালতলা থেকে মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শান্ত চত্বরে একত্রিত হয়।

এসময় তারা ছাত্রলীগের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, জগন্নাথের মাটি ছাত্রদলের ঘাটি, ধর ধর ছাত্রলীগ ধর ধইরা ধইরা জবাই কর ইত্যাদি স্লোগান দেয়। আহবায়ক হিমেল বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা আমলে যেসকল শিক্ষার্থীরা ছাত্রলীগ কর্তৃক হামলা-মামলা, গুম-খুনের শিকার হয়েছে সর্বপ্রথম তাদের বিচারের আওতায় আনতে হবে।

পাশাপাশি যেসকল ছাত্রলীগের দোসররা প্রশাসনের আশ্রয়ে এখনও মুক্ত বাতাসে ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করছে তাদের অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি প্রশাসনের যারা জুলাই আন্দোলনের সময় ছাত্রলীগ কে সহায়তা করেছে তাদের বহিষ্কার করতে হবে। ছাত্রদল চাইনা তারা আইন নিজের হাতে তুলে নেক। তাই অতি দ্রুত তাদের বিচার করতে হবে। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পক্ষে কথা বলে।

ছাত্রদল শান্তিপ্রিয় তাই তারা বিশৃংখোলা সৃষ্টি করেনা। প্রশাসন যদি তাদের বিচার না করে তাহলে ছাত্রদল তাদের বিচার করতে সক্ষম। সদস্য সচিব আরেফিন বলেন, গত ১৭ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা যেসকল হত্যাযজ্ঞ করেছে তার জন্য তার ফাঁসি দাবি করছি। যেসকল ভুক্তভুগী ছাত্রলীগ কর্তৃক নির্যাতিত হয়ে ছাত্রত্ব হারিয়েছে তাদের যথাযথ সম্মানের সাথে আবার অধ্যয়নের সুযোগ দিতে হবে। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল , সদস্য সচিব শামসুল আরেফিন সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সকল নেতাকর্মীবৃন্দ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version