টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের এমকেটি ব্রিকস কে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ইট প্রস্তুত আইন ২০১৯ এর ধারা ৫/১ ও ১৫/১ অনুযায়ী এমকেটি ব্রিকস কে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার, নাগরপুর থানা পুলিশের সদস্য ও ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। নাগরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক বলেন, আইন অমান্যকারী বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে। আইন মেনে সকলকে ব্যবসা পরিচানা করার আহবান জানান তিনি।