মোঃ বাবুল হোসেন, জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পাঁচবিবির আয়োজনে পাঁচবিবির গোহাটি ময়দান থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে দানেজপুর ডিগ্রী কলেজ মাঠে এসে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, জেলা
ছাত্র শিবিরের সাবেক সাহিত্য সম্পাদক মিজানুর রহমান,
ইসলামী ছাত্র শিবিরের পূর্ব আদর্শ থানা শাখার সভাপতি হাফেজ রুহুল আমিন সিদ্দিকী,
পশ্চিম থানা শাখার সভাপতি আঃ মুকিত হোসেন, আবু রাইহান, সাবেক জেলা বি এম সম্পাদক সোহরাব হোসেন সেক্রেটারি, পাঁচবিবি পূর্ব থানা শাখা লাবিব হোসেন, সেক্রেটারি পশ্চিম থানা শাখা আবদুল্লাহ আল মাহমুদ অফিস সম্পাদক, পাঁচবিবি পূর্ব, এছাড়াও উপজেলা এবং পৌর ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।