দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার আটপাড়া উপজেলায় সরকার কর্তৃক ইজারাভুক্ত নক্তি বিল থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় মৎস্যজীবী ও এলাকার লোকজন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নক্তি বিলপাড় সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিলটির ইজারা গ্রহণকারী সংগঠন নারাচাতল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সদস্যবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নারাচাতল মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মাজু মিয়া, সদস্য হিরা মিয়া ও স্থানীয় বাসিন্দা হেকিম মিয়া। নারাচাতল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মাজু মিয়া বলেন, সরকারের কাছ থেকে আমরা আমাদের নারাচাতল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের নামে ৬০ একর আয়তনের নক্তি বিল ৩ বছরের জন্য ইজারা নিয়ে মাছ আহরণ করে আসছি।

গত দুই বছর সঠিকভাবে মাছ ধরতে পারলেও এ বছর স্থানীয় দৌলতপুর গ্রামের হবিক মিয়া ও তার সহযোগীরা বিলের জায়গা অবৈধভাবে দখল করে মাছ লুট করে নিচ্ছে। তাদের বাধা-নিষেধ করতে গেলে উল্টো তারা আমাদেরকে দেশীয় অস্ত্রাদি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং আমাদের বিলে ঢুকতে দেয় না।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও থানায় লিখিত অভিযোগও করেছি। তবুও বিল থেকে অবৈধ দখলদাররা উচ্ছেদ হচ্ছে না। তাই আমরা মানববন্ধনের মাধ্যমে অবিলম্বে অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। এখানে উল্লেখ্য গত ২৪ জানুয়ারি ২০২৫ সহকারী কমিশনার (ভূমি) র কাছে লিখিত অভিযোগ দেয়ার পরেও জোড় পূর্বক লুট করে। সহকারী কমিশনার (ভূমি) কোন পদক্ষেপ নেয়নি, বিষয়টি জেলা প্রশাসক মহোদয়ের নিকট সুদৃষ্টি কামনা করছি৷ অভিযোগ অস্বীকার করে হবিক মিয়া বলেন, এতদিন নারাচাতল মৎস্যজীবী সমবায় সমিতির লোকজনের সাথে মিলেমিশেই আমরা বিলটি ভোগ-দখল করে আসছিলাম।

কিন্তু এ বছর তারা আমাদের বিল থেকে উচ্ছেদের জন্য নানাভাবে পাঁয়তারা ও হয়রানি করছে। বিলে আমাদেরও নিজস্ব জায়গা রয়েছে। এছাড়া আমাদের বন্দোবস্ত নেওয়া জায়গাও আছে। আমরা আমাদের জায়গা থেকে মাছ ধরেছি এবং কাউকে হুমকি দেইনি। স্থানীয় আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও বাদী কোনো যোগাযোগ করেননি।

তবে বিষয়টি আপস মীমাংসা করবেন বলে দুপক্ষের লোকজনই আমাদের কাছ থেকে সময় নিয়েছেন। এ বিষয়ে আটপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিলুফার ইয়াসমিন নিপা বলেন, অভিযোগ পাওয়ার পরই আমি ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের লোকজনকে নিয়ম অনুযায়ী পরামর্শ দিয়েছি। অবৈধভাবে কেউ বিলের জায়গা ভোগ-দখল করতে পারবে না। তবে নারাচাতল মৎস্যজীবী সমবায় সমিতির নামে ইজারাকৃত জায়গার বাইরেও বিলটির আরো জায়গা অন্যদের বন্দোবস্ত দেওয়া হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version