পবিপ্রবি প্রতিনিধিঃ
বাংলাদেশ স্কাউটস পটুয়াখালী জেলা রোভারের ৩৬ তম বার্ষিক সভা ও ১৫ তম ত্রৈবার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পটুয়াখালী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের সভাপতিত্ত্বে জেলার সকল সরকারি ও বেসরকারি কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট লিডার ও শিক্ষা প্রতিষ্ঠানের গ্রুপ সভাপতিসহ অর্ধশতাধিক শিক্ষক কাউন্সিলর হিসেবে উপস্থিত ছিলেন।
কাউন্সিল অধিবেশনে পদাধিকার বলে সভাপতি হয়েছেন জেলা প্রশাসক, সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( পবিপ্রবি) এর ছাত্র বিষয়ক উপদেষ্টা এবং ভাষা ও যোগাযোগ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জিল্লুর রহমান, সম্পাদক নির্বাচিত হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার স্কাউটার ড. মো: আমিনুল ইসলাম টিটো। সম্পাদক নির্বাচিত হওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ড. মো: আমিনুল ইসলাম বলেন, “এই দায়িত্ব পেয়ে আমি ভীষণ আনন্দিত এবং কৃতজ্ঞ।
স্কাউটিং সবসময়ই আমার হৃদয়ের কাছাকাছি, এবং সম্পাদক হিসেবে আমি সংগঠনের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব”। সিনিয়র সহসভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, “আমি কৃতজ্ঞ সকল সদস্যদের প্রতি, যারা আমাকে বিশ্বাস করে এই পদে নির্বাচিত করেছেন।
ভবিষ্যতে স্কাউট আন্দোলনকে আরও গতিশীল করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। সকলের সহযোগিতায় আমরা একসঙ্গে স্কাউটিংয়ের মূল্যবোধ আরও ছড়িয়ে দিতে পারব।” প্রথম ধাপে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। দ্বিতীয় পর্বে নির্বাহি কমিটির প্রথম সভায় সহকারী কমিশনার ও অন্যান্য পদসহ আরো ১৪ জন সদস্য নির্বাচন করা হবে।