কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোণা শহরের সৌন্দর্যবর্ধন ও নগরস্বাস্থ্যের সুরক্ষায় মগড়া নদর পাড়ে ওয়াকওয়ে নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে ‘প্রকৃতি বাঁচাও আন্দোলন’ এর ব্যানারী এই মানবববন্ধন কর্মসূচী পালন করা করা হয়।
মানববন্ধনে কবি তানভীর জাহান চৌধুরীর সঞ্চালনায় এবং জেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল কিবরিয়া চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নেত্রকোণা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ননী গোপাল সরকার, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি জেষ্ঠ্য সাংবাদিক শ্যামলেন্দু পাল, নেত্রকোণা সরকারি কলেজের শিক্ষক খন্দকার ওলিউল্লাহ, যমুনা টিভির স্টাফ রিপোর্টার কামাল হোসাইন, দৈনিক প্রথম আলোর নেত্রকোণা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, কলেজ শিক্ষার্থী বিদ্যুত খানসহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, নেত্রকোণা পৌরশহরে দিয়ে প্রবাহিত মগড়া নদী অপরিচ্ছন্ন হয়েছে যাচ্ছে। পৌরবাসীর দীর্ঘদিনের দাবি মগড়া নদী তার আপন রূপ ফিরিয়ে আনার। জনগণ ও পৌর নাগরিকের সুস্বাস্থ্য রক্ষা ও মগড়া নদীর সৌন্দর্যবর্ধনে অনতি বিলম্বে নদীর দুই তীরে ওয়াকওয়ে নির্মাণ করার দাবি জানান বক্তারা।