শনিবার (১ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক কমিটির দফতর সেলের সমন্বয়ক মনিরা শারমিন স্বাক্ষরিত সাংগঠনিক এক আদেশের মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়।
বহিষ্কারাদেশে বলা হয়েছে, জাতীয় নাগরিক কমিটির নিয়ম ও নীতিমালা অনুযায়ী তার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থি হওয়ায় সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে আহ্বায়ক নাসীরুদ্দিন পাটোয়ারী ও সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে তাকে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে, গত ১৪ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে দলবল নিয়ে রাজধানীর ডিআইটি রোডের যমুনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে যান অভিযুক্ত মামুন রশিদ রতন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বদরুল আলমকে হুমকি দিয়ে জোরপূর্বক ওই প্রতিষ্ঠানের বর্তমান সিইও ড. বিশ্বজিৎ কুমার মণ্ডলকে অপসারণ ও তার জায়গায় সার্টিফিকেট জালিয়াতির দায়ে চাকরি হারানো কামরুল হাছানকে পুনরায় নিয়োগ দেওয়ায় দাবি জানায় তারা। চেয়ারম্যানকে হুমকি দিয়ে বর্তমান সিইওকে অপসারণের বাধ্যও করেন তারা।