জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থী আজহারুল ইসলাম শুভ্রর প্রথম কাব্যগ্রন্থ “বিমর্ষ দুঃখের মতো ব্যথিত” অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে। বইটি বইমেলার বেহুলা বাংলা প্রকাশনীর ২৩৪-২৩৫ নম্বর স্টলে পাওয়া যাবে৷ “বিমর্ষ দুঃখের মতো ব্যথিত” বইটিতে জুলাই অভ্যুত্থান, প্রেম, দ্রোহ, মাটি ও মানুষের জীবনসংগ্রাম তুলে ধরা হয়েছে।
তরুণ পাঠকদের জন্য এটি এক আবেগময় ও চিন্তাশীল পাঠ্য হতে পারে বলে লেখক জানিয়েছেন। নতুন বই প্রকাশের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শুভ্র সংবাদ কর্মীদের বলেন, “বিমর্ষ দুঃখের মতো ব্যথিত” আমার লেখা প্রথম কাব্যগ্রন্থ। জীবনের গভীর বেদনা, দ্রোহ, প্রেম এবং বিষণ্নতা যখন আমাকে আচ্ছন্ন করেছিল, তখনই এই কবিতাগুলো লিখতে শুরু করি।
প্রতিটি শব্দ যেন একেকটি অনুভূতির বিস্ফোরণ, যা পাঠকের হৃদয়ে গভীরভাবে নাড়া দেবে। বইটির প্রতিটি কবিতায় আমি দুঃখ, দ্রোহ, ভালোবাসা ও বাস্তবতার মিশ্রণ ঘটিয়েছি, যা পাঠকদের আবেগের সঙ্গে সহজেই সংযোগ স্থাপন করবে। তিনি আরও বলেন, এই বই আমার আত্মার এক টুকরো।
দীর্ঘদিন ধরে যে অনুভূতিগুলো লালন করেছি, সেগুলোই শব্দে রূপ পেয়েছে। পাঠকদের হৃদয়ে জায়গা করে নেওয়ার মতো কবিতা রয়েছে বইটিতে, যা তাদের ভাবনার জগতে নতুন মাত্রা যোগ করবে। আমি আশা করি, অমর একুশে বইমেলায় বইটি পাঠকপ্রিয়তা অর্জন করবে এবং কবিতাপ্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান করে নেবে।