(নোয়াখালী-প্রতিনিধি-মোহাম্মদ শহিদ)
নোয়াখালী জেলা কবির হাট উপজেলায় বাংলাদেশ নির্বাচন কমিশনের ভোটার হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চালু হয়। আজ সকাল ১১ঘটিকার সময় উপজেলা পরিষদ কার্যালয়ের কবির হাট উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমন্বয় কমিটির সভায় কবিরহাট উপজেলা সহকারী (ভূমি) নিগার সুলতানার সভাপতিত্বে ও কবির হাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মো:মোস্তফা কামালের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, কবিরহাট থানার উপ পরিদর্শক (এসআই) বিপ্লব বড়ুয়া, বীর মুক্তি যুদ্ধো, এনামুল হক, কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওহিদুজ্জামান বাবুল, কবির হাট উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সাংবাদিক সেলিম, সাংবাদিক আব্দুল্লাহ চৌধরী, সাংবাদিক শহিদ, এবং ভোটার হালনাগাদ কার্যক্রমের দায়িত্বে থাকা বিভিন্ন কর্মকর্তা বৃন্দ সহ মুখ উক্ত সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, আপনারা সবাই একটু খেয়াল রাখবেন, যাতে করে কেউ ভুল তথ্য বা ভুল কাগজপত্র দিয়ে কোন ভাবেই ভোটার না হতে পারে। কোন রোহিঙ্গা যেনো ভোটার না হতে পারে সেই দিকেও আমাদের সজাগ থাকতে হবে। ডাটা এন্ট্রি বা ছবি তোলার সময় সকলের সহযোগিতা কমনা করি বলে জানান তিনি।