কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে আন্ত:স্কুল ও আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এই বিতর্ক প্রতিযোগিতা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
রবিবার (২৬ জানুয়ারী) সারাদিন ব্যাপী স্কুল ও কলেজ পর্যায় থেকে আগত শিক্ষার্থীরা প্রতিযোগিতার বিভিন্ন রাউন্ডে অংশগ্রণ করেন। শেষে স্কুল ও কলেজের দুইটি করে দল পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে ফাইনাল রাউন্ডে বিতর্কে অংশগ্রহণ করেন। এরআগে উপজেলা পর্যায়ের দলগুলো জেলার ১০ উপজেলায় বিতর্ক প্রতিযোগিতায় কোয়ালিফাই করে প্রতিটি উপজেলা থেকে আগত স্কুল ও কলেজের প্রতিযোগিরা জেলা পর্যায়ে এই বিতর্কে অংশগ্রহণ করেন।
স্কুল পর্যায়ে ফাইনাল রাউন্ডে পক্ষে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে দুর্গপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হন। অন্যদিকে কলেজ পর্যায়ে নেত্রকোনা সরকারি কলেজ দল বিপক্ষে অবস্থান নিয়ে সুসং সরকারি কলেজ দলকে পরাজিত করেন।
দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় যৌথভাবে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন আবু আব্বাছ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মো. নাজমুল কবির সরকার ও আঞ্জুমান আদর্শ সরকারি স্কুলের সিনিয়র সহকারি শিক্ষক ইভানা ইলিয়াস।
বিচারকের দায়িত্বে ছিলেন, জেষ্ঠ্য সাংবাদিক শ্যামলেন্দু পাল, নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক আহসান কবির ও আঞ্জুমান আদর্শ সরকারি বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মো. হাসিম উদ্দিন।
এতে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মশিউর রহমান, সহকারি প্রকৌশলী কাজী আমান উল্লাহ ও আকাশ বসাক, জেলা প্রশাসনের সহকারি কমিশনার অভিজিৎ চক্রবর্তী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেত্রকোনার যুগ্ম-আহবায়ক আব্দুল গাফফার ও যুগ্ম-সদস্য সচিব নাফিউর রহমান খান পাঠানসহ আরো অনেকে।