টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ভুয়াপুর-গোপালপুর আসন থেকে নির্বাচিত সাবেক এমপি ও উপমন্ত্রী, টাঙ্গাইল জেলা বিএনপি’র সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস ছালাম পিন্টু’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি নেতা রবিউল আউয়াল লাভলু। মজলুম জননেতা আব্দুস সালাম পিন্টু স্বৈরাচারের রোষানলে দীর্ঘ ১৭ বছর পর কারাগার থেকে মুক্ত হওয়ায়, তাঁর সাথে বুধবার (২২ জানুয়ারি) সৌজন্য সাক্ষাৎ করেছেন টাঙ্গাইল -৬ (নাগরপুর -দেলদুয়ার) আসন থেকে, সংসদ সদস্য হিসেবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রবিউল আউয়াল লাভলু।
লাভলু, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সম্মানিত সদস্য রবিউল আওয়াল লাভলু।
এ সময় বিএনপি নেতা লাভলু, সাবেক মন্ত্রীর শারীরিক খোঁজ খবর নেন। এছাড়াও তার সাথে নাগরপুর ও দেলদুয়ার উপজেলা বিএনপির কার্যক্রমকে ঐক্যবদ্ধভাবে সুসংগঠিত ও গতিশীল করা সহ বিভিন্ন বিষয়ে সাবেক মন্ত্রী সালাম পিন্টুকে অবগত করেন। এসময় উপস্থিত ছিলেন রবিউল আউয়াল লাভলু’র সহধর্মিণী মনোয়ারা মুকুল।