ক্লিন এনার্জি টেকসই ভবিষ্যত” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ঝালকাঠিতে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালিত হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যয়ের সামনে দিবসটি উপলক্ষে মানবন্ধন ও র্যালীর আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি।
সনাক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্তের সভাপতিত্বে ধারণাপত্র উপস্থাপন করেন সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য শিমুল সুলতানা হেপি ও অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) সদস্য সাব্বির হোসেন রানা। এসময় বক্তব্য রাখেন,টিআইবির এসিজি সদস্য আতিকুর রহমান।
মানববন্ধন শেষে একটি র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সনাক কার্যালয়ে গিয়ে শেষ হয়।এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ি, নাগরিক সমাজ, শিক্ষার্থী, সাংবাদিক, স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে জ্বালানি খাতে সুশাসন নিশ্চিতসহ নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরে কার্যকর পদক্ষেপ গ্রহণে ১২ টি দাবি করেছে টিআইবি।