নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বাশাটি বাজারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে ভাংচুরের ঘটনা ঘটেছে। স্থানীয়দের ধারনা শনিবার (২৫ জানুয়ারি) গভীর রাতে অজ্ঞাত দুষ্কৃতকারীরা বিএনপি কার্যালয়ে হামলা চালায় এবং কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বাশাটি বাজারে ছোবেহ জাহানিয়া কাসিমুল উলুম মাদ্রাসার মার্কেটে অবস্থিত বিএনপি কার্যালয়ে এই হামলা চালানো হয়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, তারা রাতে কোনো শব্দ শুনতে পাননি, তবে সকালে এসে ভাংচুরের বিষয়টি জানতে পারেন। হামলার সময় কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় কারা এই ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বাশাটি ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল ফকির অভিযোগ করে বলেন, “কয়েকদিন আগে আওয়ামী লীগ নেতা ও স্থানীয় মেম্বার হোসেন আহমেদের সঙ্গে একটি তর্কের জেরে আমি তাকে থাপ্পড় মেরেছিলাম। মীমাংসার পরও তিনি আমাকে হুমকি দেন যে, বিএনপি সমর্থকদের দেখে নেওয়া হবে। তাই মনে হচ্ছে, এই হামলার সঙ্গে তার সংশ্লিষ্টতা থাকতে পারে।”
অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ নেতা হোসেন আহমেদ বলেন, “এসব ভিত্তিহীন অভিযোগ। আমি কাউকে হুমকি দিইনি বা কোনো ভাংচুরের সঙ্গে জড়িত নই। বিএনপি নেতারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।”
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান ফকির বলেন, “সন্ত্রাসীরা রাতের আঁধারে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভেঙে ফেলে এবং সেগুলো মাঠে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দেয়। এ ঘটনার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করেছে বলে আমরা বিশ্বাস করি।”
বাশাটি এলাকায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে চায়ের দোকানে বেশ কয়েকটি তর্ক-বিতর্কের ঘটনা ঘটে। এসব উত্তেজনা থেকেই এ ধরনের সহিংস ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
এ বিষয়ে কেন্দুয়া থানার এসআই জাহিদ হাসান বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”