তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় শনিবার (২৫ জানুয়ারি) মৌলভীবাজার সার্কিট হাউজের সম্মেলন কক্ষে নারী বিষয়ক সংস্কার কমিশন অংশীজন পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ফেরদৌসী সুলতানা, কল্পনা আক্তার, নিরুপা দেওয়ান।
এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহেদা আক্তার, জেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমানসহ বিভিন্ন উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা, আইনজীবী, শিক্ষক, ডাক্তার, পুলিশ সদস্য, ইউনিয়ন পরিষদের সদস্য, চা শ্রমিক, এনজিও প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ। সভায় নারীর প্রতি বৈষম্য দূরীকরণ, তাদের অধিকার প্রতিষ্ঠা,নারী উন্নয়ন ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়।