বকশীগঞ্জ প্রতিনিধিঃ
রাহিন হোসেন রায়হান। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের রামরামপুর সুবাসপুর গ্রামে সুবাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী মোঃ আব্দুল মোতালেব মিয়ার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। জানা যায়, বিদ্যালয়ে বেশ কিছুদিন আগে প্রধান ফটকের গেট রাতের অন্ধকারে চুরি হয়ে যাওয়াকে কেন্দ্র করে এবং নানা অনিয়মের কারণে এলাকাবাসী ওই প্রতিষ্ঠানের দপ্তরীকে দায়ী করে তার বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করেন।
রবিবার ২৬শে জানুয়ারি বেলা ১১ঃ০০ টায় রামরামপুর বাজার থেকে নানা স্লোগানে দপ্তরিকে অপসারণের দাবি জানিয়ে প্রতিবাদ ও মানববন্ধনের মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে তাদের নিজ নিজ বক্তব্য প্রদান করেন। এলাকাবাসী জানায়, এই প্রতিষ্ঠানের দপ্তরি ও শিক্ষকদের জোকসাজসে অনেক আগে থেকে নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছে বই পুস্তক চুরি প্রতিষ্ঠানের আসবাবপত্র চুরি ও গেট চুরির মত ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এর সুষ্ঠ তদন্তের মাধ্যমে সঠিক বিচার করা হোক।
বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করলে জানান, প্রধান ফটকের গেটটি চুরি হওয়ার পর উপজেলা শিক্ষা অফিসে যোগাযোগ করি এবং তাদেরকে ঘটনাটি জানায় পরে খোঁজখবর করে এক ভাঙ্গারি দোকান থেকে গেটটি উদ্ধার করা হয়েছে।
সেখানে ভাঙ্গারি দোকানদারকে জিজ্ঞাসাবাদ করলে জানায়, ওই এলাকার সওদাগর নামে এক ব্যক্তির কাছে এই গেটটি ক্রয় করেছে। এ ব্যাপারে দপ্তরি এবং চোর সওদাগরের সঙ্গে যোগাযোগ করলে তারা বিষয়টি ব্যাপারে অসংলগ্ন কথাবার্তা বলেন।
এই ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজাউল করিমের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে, তিনি বলেন এই ঘটনার সম্পর্কে আমি অবগত আছি চুরি যাওয়া গেটটি উদ্ধার করা হয়েছে, সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি তার অভিমত প্রকাশ করেন।