এম.এ.মান্নান নাগরপুর(টাংগাইল)প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল শহর শাখার নতুন অফিসের শুভ উদ্বোধন হয়েছে। গতকাল (২৫ জানুয়ারি) টাংগাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ডে পৌরসুপার মার্কেটের ২য় তলায় শহর জামায়াতের নতুন অফিসের শুভ উদ্বোধন করেন জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় শূরা সদস্য আহসান হাবীব মাসুদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি বলেন জামায়াতে ইসলামী একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করছে। ফ্যাসিবাদীরা দীর্ঘ ১৫ টি বছর জামায়াতের অফিসগুলো বন্ধ রেখে আল কুরআনের প্রচার বন্ধ করতে চেয়েছিল। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশে এক অভূতপূর্ব বিপ্লব সংগঠিত হয়েছে।
জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্রশিবির এ দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে বিপ্লবের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবিলা করবে ইনশাআল্লাহ। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় আসলে এদেশে কোন ভেদাভেদ থাকবে না, হিন্দু ভাইয়েরা আরও বেশি নিরাপদ থাকবেন। টাংগাইল শহরের হিন্দুদের বাড়ীঘর কারা দখল করে রেখেছে তা সকলেই জানেন। তিনি আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করে বলেন, তাদের ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআ’লা যেন দেশবাসীকে রক্ষা করেন।
তিনি আরো বলেন, জামায়াতের অফিসে কোরআনের আলোচনা হয়, মানুষের কল্যাণের জন্য আলোচনা হয়। নতুন এ অফিস যেন ইসলামের প্রাণকেন্দ্রে পরিণত হয় সে জন্য তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন। শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি সাইফুল ইসলামের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, সখিপুর উপজেলা আমীর অধ্যাপক আল আমিন, শহর নায়েবে আমীর খন্দকার মাওলানা আব্দুর রহিম, সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, ৯ নং ওয়ার্ড সভাপতি সোহানুর রহমান শাহীন প্রমুখ। অনুষ্ঠান শেষে শহর জামায়াতের পক্ষ থেকে সাধারণ মানুষকে মিষ্টিমুখ করানো হয়।