কে. এম. সাখাওয়াত হোসেন: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন ১১০ বোতল ভারতীয় মদ জব্দ করছে। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক আমদানী নিষিদ্ধ জব্দকৃত মদের মধ্যে রয়েছে ভারতীয় আইস ভদকা, অফিসার ব্লু ও এসি ব্ল্যাক মদ। এ কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করতে সক্ষম হয় বিজিবি।
প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন ৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।
তিনি জানান, গত ২৪ জানুয়ারি রাত আনুমানিক দেড়টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ মুন্সিপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযানে বের হয়। সীমান্ত পিলার ১১৪০ এমপি হতে আনুমানিক চারশো গজ বাংলাদেশের অভ্যন্তরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের কড়ইগড়া নামক এলাকায় অভিযানটি পরিচালিত হয়। বিজিবি’র এই টহল দলটি মালিকবিহীন অবস্থায় ১১০ বোতল ভারতীয় মদ এবং একটি মোটর সাইকেল জব্দ করতে সক্ষম হয়।
৩১ বিজিবি’র অধিনায়ক আরো জানান, আমদানী নিষিদ্ধ জব্দকৃত আইস ভদকা, অফিসার ব্লু ও এসি ব্ল্যাক এসব ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ ও মোটর সাইকেল নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।