ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা:
বাংলাদেশ জামাতে ইসলামী দেলদুয়ার উপজেলা লাউহাটী ইউনিয়ন শাখা কর্তৃক দাওয়াতী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৪ জানুয়ারী)বিকালে তালতলা লাউহাটী বাজারে ইউনিয়ন সভাপতি মো.জাহাঙ্গীর হোসাইন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামী আমীর আহসান হাবীব মাসুদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাক্ষ আব্দুল্লাহ তালুকদার,জেলা কর্ম পরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি অধ্যাপক বোরহানুল ইসলাম,দেলদুয়ার উপজেলা আমীর আল মোমিন।
এ দাওয়াতী জনসভায় আরো বক্তব্য দেন নাগরপুর উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম,নাগরপুর উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম,দেলদুয়ার উপজেলা সেক্রেটারি আব্দুর রহমান,দেলদুয়ার উপজেলা,কর্মপরিষদ সদস্য মির্জা রাশেদুল হাসান জুয়েল,ডুবাইল ইউনিয়ন আমীর ফজলুল করিম, নাগরপুর মোকনা ইউনিয়ন সভাপতি সাহাদত হোসাইন প্রমূখ।