তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (২৩শে জানুয়ারি) অভিযানে করে রাত সাড়ে নয়টার সময় এস আই মোঃ দেলোয়ার হোসেনসহ থানা পুলিশের একটি দল উপজেলাধীন ০২নং ভূনবীর ইউপির অন্তর্গত আলিশারকুল সাকিনস্থ ভূনবীর চৌমুহনা হইতে মির্জাপুরগামী রাস্তার নানু মিয়ার বাড়ীর সামনে থেকে ১২ টনি ট্রাকে বিভিন্ন সরকারি ছড়া, জমি এবং হাইল হাওড় থেকে উত্তোলন করে ভর্তি করার সময় অবৈধবালু ব্যবসায়ী ওসমানী নগরের তাজপুর এর বাসিন্দা মৃত মনির আলীর ছেলে মোস্তফা মিয়া (৫৫) ও হবিগঞ্জের শাহেস্তাগঞ্জের মরড়া এর বাসিন্দা মৃত জিতু মিয়ার ছেলে মোঃ ফারুক মিয়া (৩৫)কে আটক করেন এবং ঘটনাস্থল হইতে (ক) একটি সাদা ও নীল রংয়ের ১২ টনি ড্রাম ট্রাক গাড়ী, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২০-৩৭৯০ এবং ড্রাম ট্রাকে রক্ষিত ৮০০ ঘনফুট সিলিকা বালু, মূল্য আনুমানিক ১৬,০০০/-(ষোল হাজার) টাকা, (খ) একটি সাদা ও নীল রংয়ের ১২ টনি ড্রাম ট্রাক গাড়ী, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২৪-৫১৯০ উদ্ধার করিয়া জব্দ তালিকা মূলে জব্দ করেন।
এবিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীদ্বয় অবৈধ ভাবে উপজেলার বিভিন্ন সরকারি ছড়া, জমি এবং হাইল হাওড়ের বালু উত্তোলন করে ভূ-প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে আসছে। আজ শুক্রবার গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ঘটনার বিষয়ে নিয়মিত মামলা রুজু করে যথাযথ পুলিশি স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সকালে সোপর্দ করা হয়েছে।