শেখ শাহীন, কেশবপুর প্রতিনিধি:
যশোর জেলার কেশবপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের মেধাবী শিক্ষার্থী সানজানা জামান তিথি চাঁদপুর সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। তিথি সাবেক কাউন্সিলর ডা. আনিসুজ্জামান এবং হিজলডাঙ্গা কলেজের প্রভাষক সেলিনা খাতুনের কন্যা। তার এই সাফল্যে এলাকায় আনন্দের জোয়ার বইছে।
তিথির শিক্ষাজীবন ছিলো অত্যন্ত উজ্জ্বল। তিনি কেশবপুর সরকারি মডেল স্কুল থেকে পঞ্চম শ্রেণিতে জিপিএ ৫ পেয়ে পাস করেন। এরপর কেশবপুর সরকারি পাইলট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতেও জিপিএ ৫ অর্জন করেন। পরবর্তীতে খুলনা সরকারি পাইনিয়ার মহিলা কলেজে এইচএসসি সম্পন্ন করেন এবং এবার মেধার পরিচয় দিয়ে চাঁদপুর সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পান।
তিথি জানান, তার এই সাফল্যের জন্য সবসময় তার মা-বাবার প্রতি কৃতজ্ঞ, যাদের প্রেরণায় তিনি প্রতিদিন কঠোর পরিশ্রম করেছেন। প্রতিদিন ১৬ থেকে ১৭ ঘণ্টা পড়াশোনা করে তিনি তার লক্ষ্য অর্জন করেছেন। ভবিষ্যতে একজন মানবিক ডাক্তার হয়ে অসহায় ও দুস্থ রোগীদের সেবা করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তিথির এই সাফল্য শুধু তার পরিবারের জন্য নয়, পুরো কেশবপুর এলাকার জন্য একটি গর্বের বিষয়।
তার এই মেধার উজ্জ্বল দৃষ্টান্ত ভবিষ্যতে আরও অনেক শিক্ষার্থীকে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন এলাকাবাসী। এদিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় সরকারি-বেসরকারি মেডিকেলের জন্য ৬০ হাজার ৯৫ জনকে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। সরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু হবে ২ ফেব্রুয়ারি। ভর্তি কার্যক্রম চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর তিন পর্যায়ে শিক্ষার্থীরা এক সরকারি কলেজ থেকে অন্য সরকারি কলেজে মাইগ্রেশনের সুযোগ পাবেন। সরকারি মেডিকেল কলেজে ভর্তি শেষে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু হবে।