তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
২৯ পিচ ইয়াবাসহ সোলেমান হোসেন নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (২২শে জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের কাছুরকাপন এলাকায় একটি মুদি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যাবসায়ীকে বৃহস্পতিবার(২৩শে জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, আটককৃত সোলেমান হোসেন(৪৯), চাতলগাঁও গ্রামের মৃত মনির আলীর ছেলে। দীর্ঘ দিন থেকে সোলেমান মাদকের ব্যবসা করে আসছিল।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অবশেষে তাকে ২৯পিস ইয়াবা ট্যাবলেটসহ এস আই আমির হোসেন আমু সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে কুলাউড়া থানার মামলা নং-১৭ তারিখ ২৩/০১/২৫ ধারা ২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণি ১০(ক) রুজু পূর্বক আদালতে প্রেরণ করা হয়।
এব্যাপারে কুলাউড়া থানার ওসি গোলাম আপছার জানান, মাদকের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে পুলিশ মাদক কারবারিকে ২৯ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সোলেমান হোসেনকে আটক করে আদালতে প্রেরণ করেছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।