নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের নজরুল ইসলাম কে আহ্বায়ক করে ৫৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) বিকাল ০৩.০০ ঘটিকায় জাতীয়তাবাদী কর্মচারীদের সমন্বয়ে এক সভা কেন্দ্রীয় লাইব্রেরী-এর ৫ম তলায় কেয়ারটেকার (সটিং) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভাপতির উপস্থিতিতে সকল সদস্যদের নিয়ে সভার কাজ শুরু হয় ও জাতীয়তাবাদী কর্মচারী পরিষদ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া সভাতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের গঠনতন্ত্র প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয়তাবাদী কর্মচারী পরিষদ-এর নেতৃবৃন্দ ও সদস্যরা উপাচার্য, ট্রেজারার ও ডিনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।