নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক ও বালিকা উভয় বিভাগে কেন্দুয়া উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বিকেলে নেত্রকোনা সদর উপজেলার মুক্তারপাড়া খেলার মাঠে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের উপস্থিতিতে এই খেলা অনুষ্ঠিত হয়।
বালক বিভাগের ফাইনাল খেলায় কেন্দুয়া উপজেলার কাউরাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মোহনগঞ্জ উপজেলার সঙ্গে মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে কাউরাট দল ১-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।
অন্যদিকে, বালিকা বিভাগের ফাইনালে কেন্দুয়ার দুখিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মদন উপজেলার বিরুদ্ধে ৬-০ গোলে জয়ী হয়। দুখিয়ারগাতীর মেয়েরা প্রথম থেকেই দারুণ খেলার নৈপুণ্য প্রদর্শন করে একের পর এক গোল করে জয় নিশ্চিত করে।
খেলা শেষে জেলা প্রশাসক বনানী বিশ্বাস বিজয়ী দলগুলোর হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এ সময় কেন্দুয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকেরা উপস্থিত ছিলেন। ট্রফি হাতে পেয়ে উল্লাসিত দুই দল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এবারের টুর্নামেন্টে কেন্দুয়া উপজেলার দুটি দলই চ্যাম্পিয়ন হয়ে এলাকার সুনাম বৃদ্ধি করেছে।