কে. এম. সাখাওয়াত হোসেন: পুরানো দিনের গ্রাম বাংলার ঐতিহ্য এখন হারিয়ে যেতে বসেছে। নারী উদ্যেক্তাদের পিঠা উৎসবের উদ্যেগ যেন বার্তা নিয়ে এসেছে। শুধু পিঠা নয়, এটি বাঙ্গালী সংস্কৃতি ও ইতিহাসের পুন:জাগরনের গল্প। ভাপা, চিতই, দুধপুলি, মালাই, নকশী পিঠা পাক্কন প্রত্যেক পিঠাতে যেন মিশে আছে শতাধিক প্রাচীন ঐতিহ্যের ছোঁয়া।
পাঁচটি স্টলে নারী উদ্যোক্তারা নিজেদের হাতে তৈরি এসব পিঠা প্রদর্শন ও বিক্রির জন্য এনেছে।
সোমবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের সহযোগিতায় এবং জাতীয় মহিলা সংস্থা নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে পিঠা উৎসবের আয়োজন করা হয়। এই আয়োজন দেখতে সকাল থেকে ছুটে আসছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
নেত্রকোনা পৌরশহরের সাতপাইস্থ তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের কার্যালয়ে এই প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা হেদায়ত উল্লাহ রুমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া খান, শিক্ষক শাহসান হাবিব, কবি তানভীর জাহান চৌধুরী, বিভিন্ন ক্যাটাগরির নারী উদ্যোক্তাবৃন্দসহ আরো অনেকে।