বরগুনা:- উপকূলীয় অঞ্চল বরগুনার বিষখালী ও বলেশ্বর নদ ঘেঁষা পাথরঘাটার তিন গ্রামের দেড় শতাধিক হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সিসিআরসি নামক স্থানীয় জলবায়ু সংগঠন।
চরলাঠিমারা, পদ্মা ও রুহিতা সিসিআরসির আয়োজনে সিসিডিবি- পিসিআরসিবি ফেইজ-২ প্রকল্পের সহযোগিতায় আজ রোববার (১৯ জানুয়ারি) চরলাঠিমারা, পদ্মা ও রুহিতা সিসিআরসি অফিসে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা, রুহিতা ও চরলাঠিমারা গ্রামের হতদরিদ্রের মাঝে ১ টি করে কম্বল, ১ জোড়া গলা বন্ধনীসহ টুপি, ১ জোড়া হাত মোজা, ১ জোড়া পা মোজা ও ১ টি করে বড় সাইজের ভেসলিন দেয়া হয়।
এ সময় বিতরনকালে উপজেলা সমাজসেবা অফিসার মো.মহসিন হোসেন, সদর পাথরঘাটা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.শাহআলম খান, চরলাঠিমারা সিসিআরসির সভাপতি মো. বেল্লাল হোসেন, পদ্মা সিসিআরসি সভাপতি মো: আঃ রহিম, রুহিতা সিসিআরসি সভাপতি মোঃ বাদল খান ও সিসিডিবির পাথরঘাটা উপজেলা সমন্বয়কারী সুব্রত মিস্ত্রীসহ স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চরলাঠিমারা গ্রামের উপকারভোগী জামাল ফকির, তৈয়ব আলী, আমেনা বেগম, বিউটি বেগম বলেন, অনেকদিন ধরে শীতে কষ্ট পেয়েছি। অনেকেই শীতের সময় কম্বল দেয় কিন্তু এবার সিসিডিব এর সহযোগীতায় সিসিআরসির মাধ্যমে আমরা কম্বলসহ অনেক কিছুই পেয়েছি। তীব্র শীতে এ ধরনের সহযোগীতা পেয়ে আমরা খুব খুশি।
পথরঘাটা সদর ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব শাহ আলম বলেন, বিভিন্ন সময় বিভিন্ন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে শীতবস্ত্র দেয়া হয় শুধু কম্বল। কিন্তু এবার ব্যতিক্রম। এ জন্য আমরা হতদরিদ্রের পক্ষ থেকে সিসিডিবিসহ সিসিআরসিকে অসংখ্য ধন্যবাদ জানাই।