গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধায় সাবেক স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ করেছেন এক নারী। শনিবার (১৮ জানুয়ারি ) দুপুরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী হলরুমে একটি সংবাদ সম্মেলন এমন অভিযোগ তুলে ধরেন ফাতেমা-তুজ জোহরা নামের নারী, অভিযোগ করে বলেন স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় দিনের পর দিন নির্যাতন নিপিড়ন সহ্য করতে না পেরে তিনি স্বেচ্ছায় সংসার ত্যাগ করে বাবার বাড়ি চলে আসেন।
পরে স্বামীকে তালাক দিলে এতে সাবেক স্বামী ক্ষিপ্ত হয়ে তাকে এবং তার পরিবারের বিরুদ্ধে একের পর এক থানায় মামলা দায়ের করেছেন বলে সংবাদ সম্মেলনে তুলে ধরেছেন। একইসাথে তাঁকেও তার পরিবারকে প্রাণনাশের হুমকিও দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন সংবাদ সম্মেলনে ।
ফাতেমা তুজ জোহরা গাইবান্ধা সদর উপজেলা মৃত সামিউল বাছির রাজ্জাক সরকারের মেয়ে। তার সাবেক স্বামী ফয়সাল রহমান লেলিন সদর উপজেলা পৌরসভার পশু হাসপাতাল এলাকার আমজাদ হোসেনের ছেলে। সংবাদ সম্মেলনে ফাতিমা তুজ জোহরা বলেন,দীর্ঘ ৭ বছর পূর্বে ফয়সাল রহমান লেলিনের সঙ্গে আমার বিবাহ হয়। দাম্পত্য জীবন প্রথম অবস্থায় ভালোই চলছিল। কিন্তু মায়ের বাড়ি বিক্রি করার পর ভাগ অনুযায়ী আমি ১৬ লক্ষ টাকা পাই। এরপর ব্যবসার কথা ব’লে বিভিন্ন ভাবে আমার মায়ের কাছ থেকে মোট বিশ লক্ষ টাকা হাতিয়ে নেন আমার সাবেক স্বামী ফয়সাল রহমান লেলিন ।
এরপর মা তাকে টাকার কথা বললে অপমানজনক গালিগালাজ করেন। এরপর পারিবারিক ভাবে মিমাংসা হলে চেক দেন। পরবর্তীতে ব্যাংকে টাকা উঠাইতে গেলে খোঁজ মেলে ব্যাংক একাউন্টে কোন টাকা নেই । সেখানোও সে প্রতারনার আশ্রয় নেয় বলে সংবাদ সম্মেলনে তুলে ধরেন। এতে দু পরিবারের মধ্যে দ্বন্দ্ব হয় । এরপর থেকেই শুরু হয় সংসারে অশান্তি। নিরুপায় হয়ে ফাতিমা তুজ জোহরা ভবিষ্যৎতের চিন্তা করে স্বামী সংসার ত্যাগ করে বাবার বাড়িতে চলে আসেন।
এরপর নিজে সিদ্ধান্ত নিয়ে গত ১৭/১১/২০২৪ ইং তারিখে সাবেক স্বামীর কাছে নভেম্বরে তালাকের নোটিশ পাঠিয়ে দেয়। এরপর ফাতিমা তুজ জোহরা ৯ জানুয়ারি দাদুর বাড়ি থেকে রিকশা যোগে আসার সময় সদর উপজেলা বাদিয়াখালী নামক রোডে মোটরসাইকেল নিয়ে সাবেক স্বামীও তার সঙ্গী,অনিক,রাহুল, রোকন,পারভেজসহ গতিরোধ করে জোরজবরদস্তি শুরু করে। সাথে তার বোন বাঁচানোর চেষ্টা করলে তিনি আহত হন। এরপর রিকশাওয়ালাকেও মারধর করে তাকে নিয়ে যায়।
পরে তার বোন ফোন করলে পুলিশ ও সেনাবাহিনী এসে উদ্ধার করে বলে সংবাদ সম্মেলনে এমন বক্তব্য পেশ করেন । এদিকে,সাবেক স্বামী ফয়সাল রহমান লেলিন প্রভাবশালী হওয়ায় নানাভাবে মিথ্যা মামলা ও হুমকি ধামকি দিয়ে হয়রানি করছে। তাই মামলা প্রত্যাহার করার জোর দাবি জানান।