আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর লালমনিরহাটের মাহফিলে মোবাইলফোন এবং নারীদের স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। চুরির অভিযোগে ২২জন নারী ও একজন পুরুষকে আটক করেছেন পুলিশ। এর মধ্যে মোবাইলফোন চুরির ঘটনায় ৮টি ও স্বর্ণালংকার চুরির ঘটনায় ৩টি জিডি হয়েছে লালমনিরহাট সদর থানায়।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে ইসলামিক সোসাইটি লালমনিরহাটের আয়োজনে লালমনিরহাটের রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে অনুষ্ঠিত হয় এই মাহফিল।
পুলিশ জানায়, বিশাল জনসমুদ্রের মাঝে ঢুকে আটক অভিযুক্তরা চুরির ঘটনা ঘটায়। তাদের জনগণ আটক করে পুলিশে সোপর্দ করেছে। চুরির ঘটনায় ২২জন নারী ও একজন পুরুষ থানায় আটক রয়েছে। এর মধ্যে মোবাইলফোন চুরির ঘটনা ৮টি ও স্বর্ণালংকার চুরির ঘটনায় ৩টি জিডি করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবি জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল উপলক্ষে সোহরাওয়ার্দী মাঠসহ ৪টি মাঠ প্রস্তুত রাখা হয়। মাহফিলে আশপাশের বিভিন্ন জেলা থেকে শিশুসহ নারী-পুরুষ ভিড় জমায়। জানা গেছে, ৬ লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটে মাহফিলে। সকাল থেকেই লালমনিরহাট শহর ও তার আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়ে যায়। এতে শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে হয়েছে। জোহরের নামাজের পর শুরু হয় বয়ান। টানা এক ঘণ্টা বয়ান করে সভামঞ্চ ত্যাগ করেন মিজানুর রহমান আজহারী।