কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় গোল্ডকাপ (বালক-বালিকা অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৮ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।
এসময় প্রধান শিক্ষক মোশাহীদ আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারি কমিশনার(ভূমি)ডি এম সাদিক আল শাফিন,কমলগঞ্জ থানার ওসি(তদন্ত)শামীম আখঞ্জি,কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান অলি আহমদ খাঁন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন,পৌর বিএনপির আহ্বায়ক সোয়েব আহমদ,পৌর বিএনপির
সাবেক আহ্বায়ক ইকবাল পারভেজ চৌধুরী শাহিন,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সরোয়ার শোকরানা নান্না,যুগ্ম-আহ্বায়ক প্রত্যূষ ধর,পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুর রহমান,বিএনপি নেতা মোতাহের আলী,রাসেল হাসান বক্ত,কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম,বৈষম্যবিরোধী ছাত্র
আন্দোলের প্রতিনিধি ভূইয়া রাজন রেজা ও মিলাদ আলী প্রমূখ। সমাপনী খেলায় ট্রাইব্রেকারে শমসেরনগর ইউনিয়ন দল পতনঊষার ইউনিয়ন দলকে ৫ – ৪ গোলে পরাজিত করে। শেষে চ্যাম্পিয়ন শমসেরনগর ইউনিয়ন দল ও রানার্স আপ পতনঊষার ইউনিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।