আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৩.৩০ মিনিটে স্থানীয় সরকার সংস্কার কমিশন ও তারাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উন্মুক্ত আলোচনায় সভায় অংশগ্রহণকারীগণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সংস্কারের জন্য সেবাসমূহ জনবান্ধব, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না ব্যবহার, নারী কোটা ব্যবস্থাকে কার্যকর, প্রয়োজনে সাংগঠনিক কাঠামো পুননির্ধারণ, জবাদিহিমূলক পরিবেশ তৈরি, শিক্ষিত ব্যক্তিদের স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে অনাগ্রহ দূর, প্রতিষ্ঠানের আয়-ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করার মতো বিভিন্ন সুপারিশ করেন। এসময় স্বাগত বক্তব্য রাখেন তারাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ রুবেল রানা ।
রংপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রে মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ তার বক্তব্যে বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না। সরকারের মূল ভিত্তি হচ্ছে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি।
তাই নির্বাচনে জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিকে ভোটাররা জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। দেশে স্থানীয় সরকার ব্যবস্থা অনেক পুরোনো হলেও কতগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃসম্পর্ক তৈরি না হওয়ায় এগুলো কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ। উক্ত মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ , এনজিও প্রতিনিধি , বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী প্রমুখ অংশ নেন।