নোয়াখালী-প্রতিনিধি-মোহাম্মদ শহিদ
নোয়াখালী জেলার কবির হাট উপজেলায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে কবির হাট উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রতিযোগিতার ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে কবির হাট পৌরসভা একাদশ।
১৬ই জানুয়ারি বিকাল ৪ ঘটিকার সময় কবির হাট সরকারি কলেজ মাঠে তারুণ্যের উৎসব ফাইনাল খেলায় চাপরাশির হাট ইউনিয়ন একাদশ কে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে কবির হাট পৌরসভা একাদশ।
উক্ত ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন কবির হাট উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দিন, কবিরহাট উপজেলা বিএনপি’র আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আরাফাতের রহমান (হাসান),কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা যুবদলের আহবায়ক শাহাদাত হোসেন, কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওহিদুজ্জামান বাবুল, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এতে উক্ত খেলায় চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দিন ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ