উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ার অভিযোগে দুই মিষ্টি দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মধুপুর বাজারে দুটি মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ার অপরাধে উপজেলার মধুপুর বাজারের মিষ্টি ব্যাবসায়ী মোখসেদুল(৩০) ও নাছির উদ্দিনের (৪০) দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে প্রতিষ্ঠান দুইটিকে মিষ্টি ও অন্যান্য খাদ্যসামগ্রী প্রস্তুতের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার বিশেষ তাগিদ প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ বলেন, “ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৮ ও ৫৩ ধারায় দুটি দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতে মিষ্টি ও অন্যান্য খাদ্যসামগ্রী প্রস্তুত করার ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে।”
এসময় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। উপজেলা প্রশাসন জানায়, ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ধরনের অভিযানগুলো ভোক্তা অধিকার নিশ্চিত করতে এবং খাদ্যদ্রব্যের নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
টিএমবি/এইচ