মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে ফেরাতে ও মাদকমুক্ত সমাজ গড়তে জয়পুরহাটের পাঁচবিবিতে ধুরইল যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে তিন দিনব্যাপী আন্তঃ ইউনিয়ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, কুইজ প্রতিযোগিতা ও দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে ১৪ জানুয়ারী বিকেলে আন্তঃ ইউনিয়ন ফুটবল ফাইনাল খেলা, পুরুস্কার ও কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুরইল যুব কল্যাণ ক্লাবের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক শামীম মন্ডল।
থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী মন্ডল, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, কুসুম্বা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক নাজিমুদ্দিন মন্ডল, হাবিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ধুরইল উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মিনহাজ রুমেল প্রমুখ।
চুড়ান্ত খেলায় কোন দল গোল করতে না পারায় ট্রাইব্রেকারে ১ নং ফুটবল দলকে ১-০ গোলে ৯ নং ওয়ার্ড ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।