রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)
কেন্দ্রীয় কমিটি ও গাজীপুর জেলা কমিটি ১৩ জানুয়ারি (সোমবার) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুরে ৭ দফা দাবি সংবলিত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি এবং জনমত গঠনে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের।
স্টেশনরোড, কলেজ গেট, বোর্ডবাজার, চান্দনা চৌরাস্তা, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, জয়দেবপুর, গাজীপুর সদর , কাপাসিয়া ও শ্রীপুরে লিফলেট বিতরণ করা হয়। দুপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের মুক্তমঞ্চে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আরিফ সোহেল।
তিনি ৭ দফা দাবি সংবলিত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান। লিফলেট বিতরণ,গণসংযোগ ও পথসভা কর্মসূচিতে অংশ গ্রহণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আরিফ সোহেল, নির্বাহী কমিটির সদস্য মেহরাব সিফাত, সিনথিয়া জাহিন আয়েশা, রফিকুল ইসলাম আইনী, কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন,গাজীপুর জেলা কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মুহিম গাজীপুর জেলা কমিটির সদস্য সচিব মো. মহসিন উদ্দিন সহ গাজীপুর জেলা কমিটির নেতা কর্মীরা