নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের দিঘলকূর্শা কমিউনিটি ক্লিনিকে জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে “সরকারি খরচে আইনগত সহায়তা” শীর্ষক একটি প্রচারণামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১২টার দিকে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ বেগম নওরীন মাহবুব নওরিন মাহবুব। সভায় লিগ্যাল এইড সেবা সম্পর্কিত বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার, কেন্দুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব হুমায়ুন দিলদার, এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্যবস্থাপনা পরিচালক কোহিনুর বেগম। অনুষ্ঠানে স্বাবলম্বী উন্নয়ন সমিতির বিভিন্ন ইউনিটের সদস্য ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
জেলা লিগ্যাল এইড অফিসার বেগম নওরিন মাহবুব তার বক্তব্যে আইনগত সহায়তা প্রাপ্তির প্রক্রিয়া, অনলাইন আবেদন পদ্ধতি এবং বিরোধ মীমাংসার ক্ষেত্রে আপোষের সুবিধার বিষয়ে আলোকপাত করেন।
তিনি বলেন, “লিগ্যাল এইড সেবা পেতে এখন অনলাইনে আবেদন করার সুবিধা চালু রয়েছে। শুধু মামলা নয়, আমরা আপোষ মীমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিরও ব্যবস্থা করে থাকি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বলেন, “অসহায় ও দরিদ্র জনগণের জন্য সরকারি খরচে আইনগত সহায়তা প্রাপ্তির সুবিধা নিশ্চিত করতে কেন্দুয়া উপজেলা প্রশাসন সবসময় সচেষ্ট রয়েছে। যে কেউ জাতীয় হেল্পলাইন নাম্বার ১৬৪৩০-এ কল করে এই সেবা গ্রহণ করতে পারেন।”
এ ধরনের উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।