নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবকে টিকিয়ে রাখতে এবং ফ্যাসিবাদী ব্যবস্থাকে চিরতরে বিলোপের লক্ষ্যে সাত দফা দাবিসহ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এই কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের মানুষের চাওয়া-পাওয়া, আশা-আকাঙ্ক্ষা এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশের প্রত্যাশার বিষয়টি তুলে ধরা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরের দিকে কলমাকান্দা উপজেলা পরিষদ থেকে শুরু করে বিভিন্ন স্থানে প্রচারণা ও জনমত আদায়ের উদ্দেশ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ কলমাকান্দা বাজার, হাট, বিপণিবিতান, অটোস্ট্যান্ড, মোটরসাইকেল স্ট্যান্ড, কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং কলমাকান্দা থানা ও আশপাশের এলাকায় গণসংযোগ চালান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলা শাখার যুগ্ম-আহবায়ক আবু কাউছার, জাতীয় নাগরিক কমিটির আহবায়ক আহমদ শফী, যুগ্ম সদস্য সচিব মাহমুদুল হাসান সায়েম, সংগঠক শাফায়াত ও রমিজুরসহ অন্যান্য শিক্ষার্থী।